দস্যি ছেলে
- বিধান চন্দ্র দেবনাথ ১৬-০৫-২০২৪

পড়তে আমার ভালো লাগে না
ভালো লাগে খেলা।
খেলার পিছে চলে যায়
সকাল সন্ধ্যে বেলা।

মা বলে পড়তে বসো
খেলাধূলা বাদ।
পড়াশুনা না করলে
পাবে না আর ভাত।

বাবা বলে খেলা ছারো
আর যাবে না মাঠে,
দুপুর বেলা খাওয়ার পরে
শুতে যাবে খাটে।

মা বাবার বক বকানী
ভালো লাগে না মোটেও
বলো তো ভাই, আমি কী আজও
রয়ে গেছি ছোট?


♥সমাপ্ত♥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।